স্বীকৃতি – লতিফুর রহমান
বিজনেস ফর দ্য পিস অ্যাওয়ার্ড
২০১২ সালে লতিফুর রহমান সম্মানজনক ব্যবসা ক্ষেত্রের নোবেলখ্যাত ‘অসলো বিজনেস ফর দ্য পিস অ্যাওয়ার্ড’ পান। সামাজিক দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধের অঙ্গীকার রক্ষার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
বিজনেস এক্সিকিউটিভ অ্যাওয়ার্ড
২০০১ সালে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) ইন বাংলাদেশ লতিফুর রহমানকে বিজনেস এক্সিকিউটিভ পুরস্কারে ভূষিত করে।
বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড
২০১২ সালে ডিএইচএল–দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পুরস্কারের মাধ্যমে লতিফুর রহমানকে সম্মানিত করা হয়।
গ্লোবাল বটলার অব দ্য ইয়ার
২০১৭ সালে লতিফুর রহমান পেপসিকোর গ্লোবাল বটলার অব দ্য ইয়ার পুরস্কার পান। এ বছর পেপসিকোর প্রধান ইন্দ্রা নুয়ি ট্রান্সকমকে পেপসিকোর পৃথিবী–সেরা অংশীদার হিসেবে ঘোষণা করেন।
সার্ক আউটস্ট্যান্ডিং লিডার
২০১৭ সালে ভারতের বাইরে প্রথম ব্যক্তি হিসেবে লতিফুর রহমান সম্মানিত ‘সার্ক আউটস্ট্যান্ডিং লিডার’ পুরস্কার পান। এ পুরস্কার প্রদানের কারণ ছিল নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়িত্বশীলতার অঙ্গীকার পূরণের মাধ্যমে ব্যবসা পরিচালনার বিরল দৃষ্টান্ত স্থাপন।
আজীবন সম্মাননা
২০১৭ সালে বাংলাদেশে নৈতিক ব্যবসায়িক চর্চাসহ ব্যবসার বিকাশ, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদানের জন্য লতিফুর রহমানকে ইউকে–বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে।